আজ শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মশার রক্ত লেগে থাকলে কি নামায হয়?

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৪, ০৩:০০ অপরাহ্ণ
মশার রক্ত লেগে থাকলে কি নামায হয়?
শেয়ার করুন/Share it

কিছু মানুষকে বলতে শোনা যায়- ‘তোমার কাপড়ে মশার রক্ত লেগে ছিল; তোমার নামায হয়নি।’ তাদের ধারণা, মশার রক্ত লেগে থাকলে নামায হয় না। তাদের এ ধারণা ঠিক নয়।

হাসান বসরী রাহ., আতা ইবনে আবী রাবাহ রাহ., আবু জাফর রাহ., উরওয়া ইবনে যুবাইর রাহ. প্রমুখ তাবেয়ী থেকে বর্ণিত আছে যে, কাপড়ে মশা-মাছির রক্ত লাগলে কোনো সমস্যা নেই।

[দ্র. মুসান্নাফে ইবনে আবি শায়বা, (মাকতাবাতুর রুশদ,. রিয়াদ) বর্ণনা ২০১৯, ২০২০, ২০২১]

তবে নযরে পড়লে এ রক্ত ধুয়ে নেওয়া যে ভালো তা তো আর বলার অপেক্ষা রাখে না।

[সূত্র: মাসিক আলকাউসার, জুমাদাল উলা ১৪৪০ || ফেব্রুয়ারি ২০১৯ ]

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  আগত রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০