আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:০৯

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়-মন্ত্রী ইমরান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৩, ১১:১০ অপরাহ্ণ
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়-মন্ত্রী ইমরান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন ও অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে আবারও নৌকায় ভোট দিতে হবে। একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলে এমন দেশপ্রেম নেই।

শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছে, যেটার বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই জয়ী করতে হবে। অন্য কোনো দলের দেশপ্রেম বা মানুষের প্রতিও কোনো দায়িত্ববোধ নেই।

মন্ত্রী শুক্রবার (৮ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা সিলেট-৪ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক সভায় বক্তৃতায় এসব কথা বলেন।

ইউনিয়নের ২ -৪-৭- ও ৯ নং ওয়ার্ডে ৪টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। মানুষের জন্য কাজ করে।

অন্য একটি দল আছে এরা মানুষের সম্পদ লুটে খায়। এরা খুন, হত্যা, বোমাবাজি, গ্রেনেড হামলা এগুলোই জানে। মানুষের কল্যাণে তারা কাজ করতে জানে না। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে, তা নবীন প্রজন্মের অনেকেই বুঝবে।

কারণ তারা জানে কোন দুরবস্থা থেকে বাংলাদেশ আজকের সম্মানজনক অবস্থানে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই আমরা ক্ষমতায় আছি। আসন্ন নির্বাচনেও আমি চাইব নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার ও যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো শেষ করার সুযোগ দেবেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সদস্য বাদশা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, কৃষক লীগের যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান চৌধুরী, সহসভাপতি আশিক উদ্দিন, সাধারণ সম্পাদক রহমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, ইউপি সদস্য অহিদুর রহমান, নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা, ফয়জুল হাসান, সেলাল আহমদ, রহমান আলী,সুজন আহমদ,জয়র আলী পির,শাহাবুদ্দিন, আহমদ হোসেন চৌধুরী, রইছ আলী, নজরুল ইসলাম চৌধুরী, মাসুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমীন আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবলীগের সদস্য কামরান হোসেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, ছাত্রলীগ নেতা মঞ্জুর আহমদ মুন্না, কামরান আহমেদ, নেহাল পাল, আবু হুরায়রা, আরিফ আহমদ প্রমূখ।

আরও পড়ুন:  ২৭টি ওয়ার্ডে ২ হাজার চারাগাছ দিল মহানগর আওয়ামী লীগ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১