সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছড়ারপাড়ে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৫:৪১ অপরাহ্ণ
ছড়ারপাড়ে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন

সিলেট নগরের ছড়ারপার এলাকায় মাদকাসক্ত এক যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবক এক গৃবধূকে খুন করেছে।

 

রবিবার দিবাগত (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ছড়ারপার এলাকার জাহাঙ্গির মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। এসময় ওই গৃহবধূর স্বামীকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত যুবক।

 

খুন হওয়া গৃহবধূর নাম জেসমিন বেগম (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার ছড়ারপার এলাকার জাহাঙ্গির মিয়ার কলোনিতে কলোনিতে ভাড়া থাকে।

 

অভিযুক্ত যুবক মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪) সুনামগঞ্জ জেলার দিরাই থানার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। তিনি জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই।

 

ঘটনার পর কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে। ঘটনার পরপরই সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার একদল পুলিশ সদস্য তারুলকে আটক করতে সক্ষম হয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তারুল মিয়া মদকাসক্ত। তিনি আগে রিকশা চালাতেন। বর্তমানে কিছু করেন না। জাহাঙ্গির মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন।

 

জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার দিবাগত রাত ২টার দিকে জেসমিনকে ছুরিকাঘাত করেন। ঘটনার সময় জেসমিনের স্বামী বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করেন তারুল।

আহত আরিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এতে ঘটনাস্থলেই জেসমিনের মৃত্যুবরণ করেন


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০