সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেন,মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যকে তরুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক প্রচার ও প্রকাশনা চালিয়ে নিতে মুক্তিযুদ্ধের সন্তান কমান্ডকে আরও দায়িত্বশীল হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার শক্তি বর্তমান সরকার সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে।
আমাদের প্রধানমন্ত্রীর অবিচল নেতৃত্ব উন্নয়ন,অগ্রযাত্রায় সমৃদ্ধির কক্ষ পথে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সরকারের সকল সফলতা ও বাস্তবায়িত সকল উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সবাই সজাগ থাকবেন সরকারের ভাবমূর্তি বিনষ্টের জন্য ষড়যন্ত্রকারীরা বসে নেই। ৭১’র আলবদর আল শামসরা বসে নেই।
এরা দেশের পাশাপাশি বিদেশেও অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সব সময় নিবেদিতপ্রাণ কর্মি হয়ে কাজ করে যাবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
তিনি শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড গোয়াইনঘাট উপজেলা ইউনিট কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও মধ্য জাফলং সন্তান কমান্ডের সভাপতি তোফায়েল আহমদের পরিচালনায় শুরতেই স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গোয়াইনঘাট উপজেলা ইউনিটের আওতাধীন ৬ টি ইউনিয়ন সন্তান কমান্ডের কর্মী সম্মেলন ও মুক্তিযোদ্ধা সমাবেশ ২০২৩ উপলক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ সভাপতি ইউপি সদস্য কামাল হোসেন মেম্বার, শাহীম আহমদ শামিম, দিলকাস আহমদ, ময়ুর মিয়া, চান মিয়া, দুলাল মিয়া, টিপন আহমদ, মখলিছুর রহমান,সুজন মিয়া, মিনহাজ উদ্দিন, শাহাব উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ।