আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১১:৩৫

জগন্নাথপুরে নির্মিত হচ্ছে হাতিরঝিলের আদলে সেতু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২৩, ০১:১৭ অপরাহ্ণ
জগন্নাথপুরে নির্মিত হচ্ছে হাতিরঝিলের আদলে সেতু

জগন্নাথপুরে নলজুর নদীর উপর ঢাকার হাতিরঝিলের আদলে সেতু নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে আগের সেতুটি ভেঙে ফেলা হয়েছে। ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুটির এক বছরের মধ্যে শেষ হবে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সরজমিনে গিয়ে দেখা যায়, জগন্নাথপুর-সিলেট মহাসড়কে উপজেলার খাদ্য গোদাম হতে সিটি ব্যাংকের সামন পর্যন্ত থাকা পুরাতন সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ চলছে। এর পূর্বে হেলিপোড রোডে যানচলাচল স্বাভাবিক রাখতে নতুন একটি স্টিলের সেতু ও ডাক বাংলা রোডের পুরাতন সেতুর কাজ করে ওয়ানওয়ে সড়ক তৈরি করে গাড়ী চলাচল করছে।

প্রথমদিকে উভয় সেতুর সামনে আনসার সদস্য দায়িত্বপালন করলেও এখন আর তাদের দেখা যাচ্ছে না। উল্টো পথে ইচ্ছামতো অটোরিকশা, ব্যাটারী চালিত টমটম, মটর সাইকেল চলাচল করতে দেখা গেছে।

ফলে উভয় পাশে গাড়ীর দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে। এত ভোগান্তিতে পড়েছেন এ রোডে চলাচলকারী জনসাধারণ। যান চলাচলে ধীরগতি সৃষ্টি হচ্ছে। প্রতিদিন বেশ কয়েকটি গাড়ি উল্টো পথে ঢুকিয়ে দেওয়ার ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এরফলে মাঝে মধ্যে ধীরগতি ও যানজট সৃষ্টি হয়।

এ ব্যাপারে এ রোডে চলাচলকারী জনসাধারণ জানান, আমরা নিয়ম মেনে ওয়ানওয়ে সড়ক হিসেবে হেলিপোড রোড হয়ে প্রবেশ করি ও ডাকবাংলার সড়ক হয়ে বাহির হয়ে আসি। কিন্তু কিছু লোক নিয়ম না মেনে মন ইচ্ছামতো যেদিকে পারে সে দিকে চলে যায়। আমরা যাত্রীরা নিষেধ করলে আমাদের উপর ক্ষ্যাপে যায়। এ বিষয়ে জগন্নাথপুর ট্রাফিক পুলিশের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

এ ব্যাপারে জানতে জগন্নাথপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়ানওয়ে সড়ক চালু করার পর আমি সহ আমারন ট্রাফিক পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করেছি। আমাদের সাথে আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছে। গত উপ-নির্বাচনের পর থেকে আনসার সদস্য দায়িত্বপালন করছে না। আমরা আবার নিয়মিত দুটি সেতুতে চেকের ব্যবস্থা গ্রহণ করবো। আশা করি এভাবে আর উল্টো পথে গাড়ী চলাচল করবে না।

আরও পড়ুন:  বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের সাড়ে ৫ হাজার খামার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১