আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:২৫

মেয়র হলে অবহেলিত দক্ষিণ সুরমার উন্নয়নে কাজ করবো: বাবুল

প্রেসরিলিজ
প্রকাশিত জুন ১১, ২০২৩, ০৪:৩১ অপরাহ্ণ
মেয়র হলে অবহেলিত দক্ষিণ সুরমার উন্নয়নে কাজ করবো: বাবুল

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় মনোনীত মেয়র পদপ্রার্থী সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি মেয়র পদে নির্বাচিত হলে অবহেলিত দক্ষিণ সুরমার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।

 

দক্ষিণ সুরমাবাসীর সাথে রয়েছে আমার নাড়ীর সম্পর্ক। এই এলাকায় আমার শৈশব কৈশোর কেটেছে। আমি আপনাদের সামনে লাঙ্গল প্রতীকে ভোট চাইতে এসেছি। আপনাদের সন্তান হিসেবে আমাকে আপনাদের আমানত ভোট দিয়ে  ২১ জুন সিলেট সিটি কর্পোরেন নির্বাচনে মেয়র নির্বাচিত করুন। আমি আপনাদের কল্যাণে অতিতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো।

তিনি শনিবার (১০ জুন) রাতে নগরীর দক্ষিণ সুরমা ক্বীন ব্রীজের পাশে দক্ষিণ সুরমাবাসীর সাথে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি দক্ষিণ সুরমার ৯টি ওয়ার্ড সহ নগরীর ৪২টি ওয়ার্ডকে নান্দনিক রূপে রূপান্তরের আশ্বাস দেন।

দক্ষিণ সুরমা মটর পার্টস ব্যবসায়ী সমিতির সাবেক সহ সভাপতি মো. মন্টু মিয়ার সভাপতিত্বে নির্বাচনী মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান, জিএম কাদেরের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বশির।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব ইসমাইল আলী আশিক, জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জাপা নেতা মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, যুব সংহতি নেতা দুলাল আহমদ প্রমুখ।

 

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জাতীয় পার্টি নেতা সেবুল আহমদ তালুকদার।

আরও পড়ুন:  নৌকার প্রচারণায় সিলেটে সুনামগঞ্জ জেলা যুবলীগ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১