আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:৫১

বালাগঞ্জে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই খুন

এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত জুন ১০, ২০২৩, ০৯:১০ অপরাহ্ণ
বালাগঞ্জে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই খুন

প্রতিবেশি কিশোর কিশোরী এক সাথে বসে গল্প করা নিয়ে বিরোধের জের ধরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই খুন হয়েছেন।

 

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ছুরিকাঘাতকারীর মা কে গ্রেফতার করেছে।

 

শুক্রবার (৯ জুন) সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল ( দক্ষিণ পাড়া) গ্রামে এই ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩ টায় মৃত মদরিছ আলীর কিশোরী কন্যা নিহতের বোন তাদের বারান্দায় বসে প্রতিবেশি এক কিশোরের সাথে গল্প করছিল।

 

এনিয়ে পাশের ঘরের মামা সফিক ও তার স্ত্রী কিশোরী ছিদ্দিকাকে গালিগালাজ করেন এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে বাক-বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় মামা সফিক মিয়ার ছেলে আনহার মিয়া ( ১৮) মৃত মদরিছ আলীর ছেলে কিশোরীর ভাই টিউবওয়েল শ্রমিক রিপন আহমদকে পিছন দিকে ছুরিকাঘাত করেন।

 

গুরুতর জখম অবস্থায় রিপনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে বাহুবল এলাকায় গিয়ে তার অবস্থার অবনতি ঘটলে রাত ১ টায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শনিবার হবিগঞ্জ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেল ৪টায় রিপনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

বাদ মাগরিব শিওরখাল জামে মসজিদে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

 

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন:  শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত ছয়: পরিচয় শনাক্ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭