আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪৮

ঢাকায় পৌঁছল আফগানিস্তানের প্রথম বহর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত জুন ১০, ২০২৩, ০২:০২ অপরাহ্ণ
ঢাকায় পৌঁছল আফগানিস্তানের প্রথম বহর

দুই দফায় বাংলাদেশে তিন ফরম্যাটে সিরিজ খেলবে আফগানিস্তান। একমাত্র টেস্ট খেলতে শনিবার ঢাকায় এসেছে তারা।

বেলা এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে আফগানরা।

প্রথম দফায় অবশ্য ঢাকায় এসেছে তাদের দলের একাংশ। শনিবার বিকেল পাঁচটার দিকে আসার কথা রয়েছে দ্বিতীয় অংশ।

ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে। এরপর আগামীকাল (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তাদের।

সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন। পরদিন তাদের বাংলাদেশ ছাড়ার কথা। এরপর জুলাইয়ের শুরুতে আবারও আসবে তারা। ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।

আরও পড়ুন:  ৫ উইকেটে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭