
দুই দফায় বাংলাদেশে তিন ফরম্যাটে সিরিজ খেলবে আফগানিস্তান। একমাত্র টেস্ট খেলতে শনিবার ঢাকায় এসেছে তারা।
বেলা এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে আফগানরা।
প্রথম দফায় অবশ্য ঢাকায় এসেছে তাদের দলের একাংশ। শনিবার বিকেল পাঁচটার দিকে আসার কথা রয়েছে দ্বিতীয় অংশ।
ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে। এরপর আগামীকাল (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তাদের।
সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন। পরদিন তাদের বাংলাদেশ ছাড়ার কথা। এরপর জুলাইয়ের শুরুতে আবারও আসবে তারা। ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।