
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘এলামনাই এসোসিয়েশন অব এনথ্রোপলজি, সাস্ট’ এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন এম রবিউল আওয়াল চৌধুরী।
শুক্রবার (৯ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একটি কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি ওলি হাম্মাদ চৌধুরী।
কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি ড. আশরাফুল আলম হেলাল, নাজিয়া মাহমুদ চৌধুরী ও জামাল উদ্দিন, সহ-সাধারন সম্পাদক ড. শাহজাহান মিয়া, প্রলয় রায় ও বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, অর্থ সম্পাদক চৌধুরী ফারহানা ঝুমা, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, সহ-দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ ভান্না, সাংস্কৃতিক সম্পাদক জাফরিন আহমেদ লিজা, প্রকাশনা সম্পাদক মো. হারুন-অর-রশিদ সুমন, প্রচার সম্পাদক তন্ময় সরকার, সহ-প্রচার সম্পাদক সুদীপ্ত দাস গুপ্ত, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুরশিদ হাসান স্বপন এবং সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আশরাফুল হক অপূর্ব।
এছাড়া ব্যাচ প্রতিনিধি হিসেবে কমিটিতে রয়েছেন- হাবিবা লাবণী শুভ্রা (১ম ব্যাচ), মনি পাল (২য় ব্যাচ) , মো. সালাউদ্দিন সবুজ (৩য় ব্যাচ) , মো. আসাদুজ্জামান (৪র্থ ব্যাচ) , নয়ন মনি দেব (৫ম ব্যাচ) , এইচ আল মামুন (৬ষ্ঠ ব্যাচ) , শাহিন-উর রহমান (৭ম ব্যাচ), সঞ্জয় কিশোর সরকার (৮ম ব্যাচ) , মো. শরীফুল আলম ভূঁইয়া (৯ম ব্যাচ) , আমিনা খাতুন খুশি (১০ম ব্যাচ) , খুরশিদ আলম রোহান (১১তম ব্যাচ) , মতিউর রহমান মধু (১২তম ব্যাচ) , আহমেদুল আরেফিন আসিফ(১৩তম ব্যাচ) , মিঠুন গোস্বামী (১৪তম ব্যাচ) , মাহবুবুর রহমান (১৭তম ব্যাচ) , আকাশ সাহা (১৮তম ব্যাচ) , আতিক রহমান(১৯তম ব্যাচ), অনিন্দ্য সরকার (২০তম ব্যাচ) , মো মাসুম বিল্লাহ (২১ তম ব্যাচ) ও দীপ্ত রায় (২২ তম ব্যাচ)।