আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৫৬

সিলেটে বাজুসের নির্বাচন, চলছে ভোট গ্রহণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৩, ০২:৫৩ অপরাহ্ণ
সিলেটে বাজুসের নির্বাচন, চলছে ভোট গ্রহণ

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে-২০২৩-২৫ ভোট গ্রহণ চলছে।মঙ্গলবার (৬ জুন) সকাল ১০ টায় নগরের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সচিব খালেদ আকন্দ ও এজিএম (এডমিন) তানভীর আহমদ বলেন, নির্বাচনে কার্যকরী সদস্য ১৯টি পদের বিপরীতে ৬৪ জন প্রার্থী রয়েছেন। এছাড়া ভোটার রয়েছেন ২১৬ জন।

সরেজমিন দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী কেন্দ্রের আশেপাশে প্রার্থীদের ব্যানার পোস্টারে সাজানো হয়েছে। নিরাপত্তার জন্য কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের মূল ফটক থেকে ভেতর পর্যন্ত শোভা পাচ্ছে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের ছবি সংবলিত ব্যানার-পোস্টার।
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে ভোট কেন্দ্র।

আরও পড়ুন:  সিলেটে ছাত্রলীগের শোডাউন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭