আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:২৮

ছাতকে ডাকাতি, ছয় মাস পর ঢাকায় গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ
ছাতকে ডাকাতি, ছয় মাস পর ঢাকায় গ্রেফতার

সুনামগঞ্জের ছাতক এলাকায় ডাকাতির ছয় মাস পর ঢাকায় সোহেল নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৫ জুন) রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে সোহেল মিয়া নামের ৩৯ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করার কথা জানিয়েছেন র‌্যাব-৩ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতক থানার জালালপুর এলাকায় সাইদুল ইসলাম ডালিমের বাড়িতে ডাকাতি হয়। সেই ডাকাতিতে নেতৃত্ব দেন সোহেল। তার ডাকাত দলে বেশ কিছু সদস্য রয়েছে। সুনামগঞ্জসহ আশপাশের এলাকায় তারা বেশ কিছু দিন ধরে ডাকাতির করে আসছিল।

সোহেলের নামে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে জানিয়ে এই র‌্যাব কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেল খেটে জামিনে বের হয়ে আবার ডাকাতিতেই জড়িয়ে পড়ত সোহেল।

লেফটেনেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিমের বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির নির্বাচন স্থগিতের জন্য মামলা দায়ের

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭