আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪০

পরিবেশ দিবসে গোয়াইনঘাট থানা পুলিশের বৃক্ষ রোপন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৫, ২০২৩, ০৬:২৯ অপরাহ্ণ
পরিবেশ দিবসে গোয়াইনঘাট থানা পুলিশের বৃক্ষ রোপন

পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ভারসাম্য রক্ষার্থে সিলেটের  গোয়াইনঘাট থানায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

 

সোমবার বেলা ২ টায় থানা কম্পাউন্ডে ২০টি ফলজ গাছ রোপনের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল।

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলার সর্বত্র বৃক্ষ রোপনে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে এসময় তিনি বলেন, পরিবেশ বাচাতে ও অক্সিজেনের প্রয়োজনে আরও বেশি বেশি করে আমাদের গাছ লাগাতে হবে।

 

তিনি বলেন,আজ পরিবেশ দিবস উপলক্ষে গোয়াইনঘাট থানা কম্পাউন্ডে ২০ টি ফলজ গাছ রোপন করেছি,তা আরও বৃদ্ধি করা হবে। পুলিশ বিভাগের তরফে বৃক্ষ রোপনে সবাইকে উৎসাহিত করা হচ্ছে।

 

আমি গোয়াইনঘাট থানা এলাকার সবাইকে এই মহতি উদ্যোগ বাস্তবায়নে কাজ করতে এক যুগে কাজ করার আহবান জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানসহ সকল কর্মকর্তারা।

আরও পড়ুন:  জৈন্তাপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭