আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:৩০

নগরীতে সবজি বিক্রেতা খুন: মূল হোতা সার্টিক গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৪, ২০২৩, ০২:০৪ অপরাহ্ণ
নগরীতে সবজি বিক্রেতা খুন: মূল হোতা সার্টিক গ্রেফতার

সিলেট নগরীর ধোপাদিঘীরপার এলাকায় ছুরিকাঘাতে গোবিন্দ দাস (৩৫) নামে এক সবজি বিক্রেতা খুনের ঘটনার মূল হোতা হৃদয় আহমেদ ওরফে সার্কিটকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯।

 

রোববার (৪ জুন) ভোররাতে জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

ধৃত হৃদয় নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকার রফিক মিয়ার ছেলে।

রোববার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর মিডিয়া অফিসার আফসান আল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হৃদয়কে গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়।

 

এতে বলা হয়, ছায়া তদন্তের মাধ্যমে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যতম মূল আসামীর অবস্থান শনাক্ত করা হয়।

 

রোববার ভোররাতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে হৃদয় আহমেদ সার্কিটকে গ্রেফতার করা হয়।

 

হৃদয়কে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট নগরের ধোপাদিঘী পাড়ের হোটেল অনুরাগের লাগোয়া গলির রাস্তায় সামনে সবজি বিক্রেতা গোবিন্দ দাস খুন হন।

 

একই দিন খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

পূর্বে গ্রেফতারকৃতরা হলেন, সাদিপুর শিবগঞ্জ এলাকার সেলিম মিয়ার ছেলে রাহাত রাব্বি, একই এলাকার রিন্টু দাসের ছেলে সৌরভ দাস, টিলাগড় ভাটাটিকর এলাকার আলমাছ মিয়ার ছেলে আতিকুর রহমান শুভ।

আরও পড়ুন:  সিলেটে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি তদারকি করবে প্রশাসন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১