আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:০০

লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় কুমারপাড়ায়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৩, ০১:২৬ অপরাহ্ণ
লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় কুমারপাড়ায়

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, নগরবাসীর খেদমত করতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।

আমার দল আমাকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দিয়ে কৃতার্থ করেছেন। আমি যদি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হই, তাহলে মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরীকে একটি পরিকল্পিত নগরীতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।

তিনি আগামী ২১ জুনের নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

শুক্রবার (২ জুন) রাতে নগরীর কুমারপাড়ায় লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে নজরুল ইসলাম বাবুল এসব কথা বলেন।

মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল রহমান বারাকাতের সভাপতিত্বে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশিরসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরআগে ফিতা কেটে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুলসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শাবি শিক্ষকের আত্মহনন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১