আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৪০

শাহজালাল রহ. এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনোয়ারুজ্জামানের প্রচারণা শুরু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৩, ০১:১৯ অপরাহ্ণ
শাহজালাল রহ. এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনোয়ারুজ্জামানের প্রচারণা শুরু

ওলিকুল শিরোমনী হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন ২১ জুন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জমান চৌধুরী।

আজ শনিবার দুপুরে তিনি হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

এছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  ৫ নং ওয়ার্ডে চতুর্থ বারের মতো কাউন্সিলর রেজওয়ান

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১