সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাকের এন্ডোস্কপিক লাইভ সার্জারি কর্মশালা।
উপমহাদেশের প্রখ্যাত নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং এন্ডোস্কপিক সার্জন অধ্যাপক ডা. সতীশ জইনের তত্ত্বাবধানে এবার নাকের পলিপ, টিউমারসহ মাথার খুলির বিভিন্ন রোগের সর্বাধুনিক শল্যচিকিৎসা FESS এর উপর এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
আগামী ১লা জুলাই থেকে দুই দিনব্যাপী লাইভ সার্জারি কর্মশালা এবং হাতে কলমে প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগ।
এছাড়াও উক্ত বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থিত থাকবেন কলকাতার ঘোষ ফাউন্ডেশনের এন্ডোস্কপিক সার্জন ডা. তুষার কান্তি ঘোষ।
এ উপলক্ষে নাকের বিভিন্ন ধরণের পলিপসহ দীর্ঘদিন ধরে সাইনাস সমস্যায় আক্রান্ত রোগীদেরকে অতিসত্বর রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
অফিস চলাকালীন সময়ে ওসমানী মেডিকেল হাসপাতালের আউটডোর বিল্ডিং এর ২০৯ নম্বর রুমে আবাসিক সার্জনে ডা. এম নূরুল ইসলামের সাথে অথবা হাসপাতালের ৪র্থ তলায় বিভাগীয় প্রধানের কক্ষে যোগাযোগ করার জন্য বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মনি লাল আইচ এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।