আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ৩:২০

প্রাইভেট কারের ধাক্কায় পল্লী বিদুৎতের মিটার রিডার নিহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ
প্রাইভেট কারের ধাক্কায় পল্লী বিদুৎতের মিটার রিডার নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় ফরিদ মিয়া (৪০) নামের পল্লী বিদুৎতের মিটার রিডার নিহত হওয়ার খবর পারওয়া গেছে।

শনিবার (৩ জুন)সকল সাড়ে ৯টায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কাওসার নগর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো: রাসেল মিয়া জানান, পল্লী বিদ্যুৎ এর মিটার রিডার মো: ফরিদ মিয়া (৪০) রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিকের আরেকটি গাড়ির মুখোমুখি পড়ে যায়।

এসময় দ্রুত গতিতে চালিয়ে রাস্তার একেবারে পাশে থাকা ফরিদ মিয়াকে ধাক্কা দিয়ে প্রাইভেট কারটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফরিদ মিয়া সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়বর্ধন পাড়া গ্রামের মো: গোলাম আজম তালুকদার এর ছেলে।

পল্লী বিদুৎ হবিগঞ্জের নোয়াপাড়া জোনাল অফিসার ডিজিএম মো: পারভেজ ভূইয়া ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো: মইনুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:  আড়াইশ' টাকার জন্য ভাইকে খুন!

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১