আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৫৭

শায়খুল হাদীস ইউসুফ শ্যামপুরীর জানাযায় লাখো মানুষের ঢল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ
শায়খুল হাদীস ইউসুফ শ্যামপুরীর জানাযায় লাখো মানুষের ঢল

মাদ্রাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদীস প্রবীণ আলেমেদ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি ইউসুফ শ্যামপুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মাওলানা মুফতি ইউসুফ দীর্ঘদিন থেকে নানা রোগে আক্রান্ত ছিলেন।

মৃতুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শিক্ষার্থী, সহকর্মী রেখে গেছেন।

শুক্রবার রাত ৯ টায় মাদ্রাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজার মাদরাসা মাঠে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন হয়। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলান হারুনুর রশীদ।

জানাযার নামাজে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লাখো মানুষ অংশ নেন।

জানাযা শেষে হরিপুর বাজার মাদরাসার করবস্থানে দাফন তাঁকে করা হয়।

এদিকে মাওলানা মুফতি ইউসুফের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।

পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন:  সিলেটে শুরু অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট’

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১