আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৩:৫৬

সিসিক নির্বাচন: প্রতীক পেলেন প্রার্থীরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ
সিসিক নির্বাচন: প্রতীক পেলেন প্রার্থীরা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জুন) সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী।

তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু, স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।

 

এদের মধ্যে দলীয় মনোনীত ৪ জন প্রার্থী রয়েছেন। দলীয় নির্বাচনী প্রতীক হিসেবে আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা প্রতীক এবং জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক গোলাপফুল প্রতীক পেয়েছেন।

 

প্রতীক বরাদ্দের পর আজ থেকেই শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।

মেয়র পদের প্রার্থীদের ছাড়াও সাধারণ আসনে কাউন্সিলর পদের প্রার্থী এবং সংরক্ষিত আসনের প্রার্থীদেরও মাঝেও আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন:  রোজায় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করা হবে: অর্থমন্ত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০