আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:২৪

সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১, ২০২৩, ০২:৫৫ অপরাহ্ণ
সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন

নিহত গোবিন্দ দাস

সিলেট নগরীর ধোপাদিঘিপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই এলাকার শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত গোবিন্দ দাস (৩৫) উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সিলেটের আখালিয়া নতুন বাজারে বাস করতেন।

 

ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত গোবিন্দ ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সবজি আনতে যাওয়ার পথে ওই শিশু পার্কের সামনে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  শেখ হাসিনার জন্মদিনে সিলেটবাসীর উপহারের আনুষ্ঠানিক উদ্বোধন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১