সিলেট নগরীর ধোপাদিঘিপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই এলাকার শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত গোবিন্দ দাস (৩৫) উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সিলেটের আখালিয়া নতুন বাজারে বাস করতেন।
ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত গোবিন্দ ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সবজি আনতে যাওয়ার পথে ওই শিশু পার্কের সামনে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।