সিলেটে ইবাদত-বন্দেগি আর রবের কাছে ক্ষমাপ্রার্থনার মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।
সারারাত নফল নামাজ, তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, কবর জিয়ারতে কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসলানরা।
শেষ রাতে অনেকে সেহরি খাওয়ার মাধ্যমে আজ সিয়াম পালন করবেন।
ফজরের নামাজের পর মসজিদগুলোতে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও পবিত্র শবে বরাত উপলক্ষে সিলেটের মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্য দিয়ে এই পবিত্র এ রাতটি অতিবাহিত করেন।
বিশেষত হযরত শাহজালার (রঃ) মাজার ও শাহপরান (রঃ) মাজারে মুসল্লিদের ভিড় সর্বাধিক। শবে বরাতে মহান আল্লাহ আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।