আজ মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেমুসাসের সেমিনার সোমবার

প্রেসরিলিজ
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৮:১৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেমুসাসের সেমিনার সোমবার

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর দরগাহ গেইটের সোলেমান হলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে ‘ভাষা আন্দোলনে সিলেট : প্রেক্ষিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন ভাষাসৈনিক অধ্যাপক মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে থাকবেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। মূখ্য আলোচক হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম হিরন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক দীপঙ্কর মোহান্ত।

এদিকে সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে একুশের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। দুটি অনুষ্ঠানে সকলকে উপস্থিতি কামনা করেছেন কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, অনুষ্ঠান বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক সৈয়দ মুহাদ্দিস আহমদ ও সদস্যসচিব জগলু চৌধুরী।

প্রেসরিলিজ

আরও পড়ুন:  বালাগঞ্জ উপজেলা প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা বৃহস্পতিবার