আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর দরগাহ গেইটের সোলেমান হলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে ‘ভাষা আন্দোলনে সিলেট : প্রেক্ষিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন ভাষাসৈনিক অধ্যাপক মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে থাকবেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। মূখ্য আলোচক হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম হিরন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক দীপঙ্কর মোহান্ত।
এদিকে সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে একুশের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। দুটি অনুষ্ঠানে সকলকে উপস্থিতি কামনা করেছেন কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, অনুষ্ঠান বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক সৈয়দ মুহাদ্দিস আহমদ ও সদস্যসচিব জগলু চৌধুরী।