সুনামগঞ্জের শাল্লায় ইটভর্তি ট্রলি থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মার্কুলী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সায়েম (৮) উপজেলার মার্কুলী গ্রামের সিজিল মিয়ার ছেলে।
নিহতর পরিবার সুত্রে জানা যায়,তাদের আত্মীয় একারুল আমীনের ইটভর্তি ট্রলির উপরে উঠে আসছিলো সায়েম।হঠাৎ ট্রলির ঝাঁকুনিতে ট্রলি থেকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়।আহত সায়েমকে দ্রুত মার্কুলী বাজারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আমিনুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থলে আছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।