সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩’র বিশ্বনাথ উপজেলা দল কে ট্রাইব্রেকারে (৪-১) গোলে হারিয়ে জৈন্তাপুর উপজেলা দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
গত ১৬ জানুয়ারী সোমবার দুপুর ১২ টায় সিলেট স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।
নির্দারিত সময়ে খেলায় (১-১) গোলে ড্র থাকায় খেলা ট্রাইব্রকারে গড়ায়। ট্রাইব্রেকারে জৈন্তাপুর উপজেলা দল বিশ্বনাথ উপজেলা দল কে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা লাভ করে।
অপর ম্যাচে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল কোম্পানীগঞ্জ উপজেলা দলকে হারিয়ে সেমি-ফাইনালে খেলার সুযোগ লাভ করেছে।
এদিকে জৈন্তাপুর উপজেলা দলের সাথে মাঠে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, ক্রীড়া সংগঠক ফারুক আহমদ, আব্দুর রহমান, আমিন আহমদ, প্রবাসী তোফায়েল আহমদ ও আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন উপজেলা দলের অনেক ক্রীড়ামোদী দর্শক বৃন্দ।
আজ মঙ্গলবার বেলা ২টায় ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলের সাথে সেমিফাইনালে মুখোমুখি হবে জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।