বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের আয়োজনে জাতীয় কৃষি বিতর্ক উৎসব-২০২৩’ এ রানার আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘টিম এসইউডিএস-৫২’।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক তারেকুল আরেফিন প্রিয়াম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’ এর সাথে বিতর্ক করে রানার আপ হয় ‘টিম এসইউডিএস-৫২’।
এ টিমে বিতার্কিক ছিলেন তারেকুল আরেফিন প্রিয়াম, সুমিত কর্মকার ও মেহরাব সাদাত। এ প্রতিযোগিতায় ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট ও ডিবেটার অব দ্যা ফাইনাল উভয়টিতে নির্বাচিত হন ‘টিম এসইউডিএস-৫২’ এর বিতার্কিক মেহরাব সাদাত ।