সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে সরকারি কোষাগারে নিলামে বিক্রির ২৮ লক্ষাধিক টাকা জমা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে সরকারি কোষাগারে নিলামে বিক্রির ২৮ লক্ষাধিক টাকা জমা

মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সরকারী কোষাগারে ২৮ লক্ষাধিক টাকা জমা প্রদান করেছে।

কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালে সকল প্রকার রাজস্ব আয় থেকে ও বিভিন্ন সময়ে মামলার জব্দকৃত আলামত নিলামে বিক্রি করে অর্জিত প্রায় সাড়ে ২৮ লাখ টাকা সরকারের কোষাগারে জমা প্রদান করেছে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সরকারের কোষাগারে বিপুল পরিমাণ অর্থ জমা দেয়াকে ইতিবাচকভাবে দেখছে আইনজীবী, সুশীল সমাজ ও বিচারপ্রার্থী জনগণ। এই নজির ইতোপূর্বে হয়নি বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, নিলামে বিক্রিকৃত মালামাল ও সকল প্রকার রাজস্ব আয় থেকে প্রাপ্ত ২৮ লাখ ৫৪ হাজার ১৯৩ টাকা ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০