সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

যুক্তরাজ্যে গোয়াইনঘাটের ছাত্রদের গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সংবর্ধনা

প্রবাস ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২২, ১২:০৪ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যে গোয়াইনঘাটের ছাত্রদের গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সংবর্ধনা

উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে আগত সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছাত্র ও যারা কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারীদের অভ্যর্থনা ও সংবর্ধনা প্রদান করেছে গোয়াইঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখা ।

মঙ্গলবার সন্ধায় লন্ডনের হোয়াইটচ্যাপল রোডের একটি অভিযাত রেস্টুরেন্টের হলরোমে অনুষ্টিত সভায় এ সংবর্ধনা দেওয়া হয়।

গোয়াইনঘাট থেকে আসা ১৫ জন ডিগ্রিধারী কৃতি ছাত্রদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

যুক্তরাজ্য শাখার সভাপতি মিসবাহ উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আলী সুমন ও তাহীর আলীর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন এবং অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি সদরুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা গোলাপ মিয়া, কেন্দ্রীয় উপদেষ্টা মনিরুজ্জামান মণি, ইউকে-বাংলা প্রেসক্লাবের সভাপতি কমিউনিটি নেতা কে এম আবু তাহের, প্রেস ক্লাবের ট্রেজারার শহিদুল ইসলাম, টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর ব্যারিস্টার খালেদ সাইফুল্লাহ, ব্যারিস্টার আবু সাদাত ডালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুবিন, উপদেষ্টা ওয়ারিস উদ্দীন, এখলাছুর রাহমান, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান সিদ্দিকি, কনজারভেটিভ পার্টির নেতা ইসলাম উদ্দিন ও আদাম গিয়াস উদ্দিন প্রমুখ।

সংবর্ধিত ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির আহনাস ওয়ারিস ফারাবী, আলসটার ইউনির্ভাসিটির আবদুল্লাহ আল মাহমুদ শিকদার, সাউথ-ওয়েলস ইউনির্ভাসিটির আলী আখতার সৌরভ, ও অন্যান্য ইউনির্ভাসিটির মারুফ আহমেদ, আতহার আহমেদ সাবাব, তানবিরুল জাওয়াদ, সাউফুর রাহমান মিলাদ, আশরাফুল ইসলাম , তাহতিহাল আনহার, সাজু, মিনহাজ, সুনাম উদ্দিন, জাওয়াদ, মুন্না প্রমুখ।

সভায় বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। সভাশেষে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার পুর্ণাঙ্গ কমিঠি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি সদরুল ইসলাম এবং সভাশেষে কেন্দ্রীয় সভাপতি সদরুল ইসলামের বড় ভাই মাস্টার জিয়াউল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০