বিজয়ের মাস ডিসেম্বর মাসজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, মন্দিরসহ যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য স্যানেটারি মালামালে দিচ্ছে বিশেষ ছাড়।
সিলেটের সর্বপ্রাচীন প্রতিষ্ঠান নগরীর পূর্ব মিরাবাজারে অবস্থিত মেসার্স কামাল এন্ড কোং অত্যন্ত গৌরবের সঙ্গে স্বল্পলাভে উন্নত ও অত্যাধুনিক স্যানেটারি মালামাল বিক্রি করে আসছে।
তাই, এই গৌরব ধরে রাখার জন্য এবছর বিজয়ের মাস তথা ডিসেম্বরজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এই বিশেষ ছাড়ের উদ্যোগ নিয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুস সবুর সাবির বলেন, ব্যবসা বা মুনাফা অর্জনই মূল লক্ষ্য নয়, এর পাশাপাশি রয়েছে হালার রুজির মাধ্যমে সৃষ্টিকতৃঅল সন্তুষ্টু অর্জন। আমরা সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্ঠা করে থাকি।