আজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারের ১০১০ জন প্রবাসীর কাছে বৈধভাবে রেমিটেন্স পাঠাতে ‘অনুরোধপত্র’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২২, ১১:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজারের ১০১০ জন প্রবাসীর কাছে বৈধভাবে রেমিটেন্স পাঠাতে ‘অনুরোধপত্র’
শেয়ার করুন/Share it

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মৌলভীবাজারের ১ হাজার ১০ জন প্রবাসীকে বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে তাদের কাছে অনুরোধপত্র পাঠানো হচ্ছে।পর্যায়ক্রমে সব প্রবাসীর কাছেই এ ধরণের চিঠি যাবে।

সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলার প্রবাসীদের বৈধভাবে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক।

এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা কর্মসংস্থান কর্মকর্তা মোশাররফ হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আক্তারসহ টেলিভিশন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০০৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রবাসে আছেন ২ লাখ ৫ হাজার ২৪জন। সোমবার থেকে ১ হাজার ১০ জনকে তাদের নিজ নামে ও ঠিকানায় বৈধপথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হচ্ছে, এ প্রক্রিয়া এক মাস চলমান থাকবে।

এছাড়াও বিভিন্ন মাধ্যমে তাদের ঠিকানা জোগাড় করে প্রবাসীদের চিঠি পাঠানো হবে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

তিনি বৈধভাবে দেশে টাকা পাঠিয়ে দেশ ও জনগণের জন্য কাজ করারও অনুরোধ জানান।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  ইভিএমে ভোট দিলেন পরিবেশ মন্ত্রী, বললেন ভোটাররা খুশি
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০