আজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরে পাশের হার স্কুলে ৮০.৬৯

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ
ওসমানীনগরে পাশের হার স্কুলে ৮০.৬৯
শেয়ার করুন/Share it

সিলেটের ওসমানীনগরে এবারের এসএসসি পরীক্ষায় ২১টি স্কুলের ২ হাজার ৪শ ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ করে কৃতকার্য হয় ১ হাজার ৯শ ৪৬ জন। পাশের হার ৮০.৬৮। এ প্লাস পেয়েছেন ৮১ জন। এসএসসি কারিগড়ি পরীক্ষায় এপ্লাস ৮টি পেয়েছে একমাত্র অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালাবাজার স্কুল।

এদিকে ওসমানীনগরে উপজেলার ১১টি মাদরাসার ৫শ ৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতকার্য হয় ৪৬৮ জন। পাশের হার ৮০.৬৯। এ প্লাস পেয়েছেন ২ জন।

উপজেলার মধ্যে স্কুলের শতভাগ ফলাফল অর্জন করে শাহ সিদ্দীক জামেয়া উচ্চ বিদ্যালয়। ৪১ জন অংশ গ্রহন করে পাশ করেন ৪১ জন। এপ্লাস পেয়েছে ৫ জন।

অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফল হচ্ছে, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ২৫৮ জনে পাশ করেন ২০৭, পাশের হার ৮০.২৩%, এ প্লাস ২০টি, বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল ও কলেজ ২১২ জনের মধ্যে পাশ করেন ১৬৫ জন, ৭৭.৮৩, এপ্লাস পেয়েছেন ৯টি,

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৭০ জনের মধ্যে পাশ করেন ২৩৪ জন, পাশের হার ৮৬.৬৬, এ প্লাস ১০টি, মোহাম্মদ নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ১০০ জনের মধ্যে ৮৭ জন পাশ করেন, পাশের হার ৮৭, এপ্লাস পেয়েছে ৬টি, খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ ১২৪ জনের মধ্যে পাশ করে ১১৩ জন, পাশের হার, ৯১.১২ এপ্লাস ৫টি, সিকন্দরপুর আলহাজ্ব আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়৭২ জনের মধ্যে ৫৮ জন পাশ, পাশের হার ৮০.৫৬, সদরুননেছা উচ্চ বিদ্যালয়ে ২৫২ জনের মধ্যে ২২৬ পাশ, পাশের হার ৯১, এ প্লাস ৯টি, কে. এ. জনতা উচ্চ বিদ্যালয় ৫৮ জনের মধ্যে ৫৪ জন পাশ, পাশের হার ৯৩.০১, এ প্লাস ২টি, সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ১১৯ জনের মধ্যে ৭১ জন পাশ, পাশের হার ৫৯.৬৬, এ প্লাস ৩ টি,

রহমতপুর উচ্চ বিদ্যালয় ১০২ জন অংশ গ্রহন করে ৪২ জন পাশ করেন, পাশের হার ৩৬.২৭,
শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয় ১৩২ মধ্যে ১০১ জন পাশ, পাশের হার ৭৬.৫১, ওসমানীগর মডেল উচ্চ ৬৫ জনের মধ্যে ৪৯ জন পাশ, পাশের হার ৭৫.৩৮, রাগীর মজনু উচ্চ বিদ্যালয়ে ৫৮ জনের মধ্যে ৪৭ জন পাশ, পাশের হার ৮১.০৩, খুজগী পুর মানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৭৪ জনের মধ্য ৬০ জন পাশ, পাশের হার ৮১. ০৮, এ প্লাস ৩টি,

আরও পড়ুন:  সিলেট মহানগর যুবলীগ মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখছে: সৈকত জোয়ার্দার

কে.জি.ডি এস উচ্চ বিদ্যালয় ৫৭ জনের মধ্যে 8৭ জন পাশ, পাশের হার ৮২.৪৫, কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় ১০৭ জনের ৯৭ জন পাশ, পাশের হার ৯০.৬৫, এ প্লাস ১টি, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ে ১০৩ জনের মধ্যে৫৮ জন পাশ, পাশের হার ৫৬.৩১, এ প্লাস ২টি, জয়নুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ৪২ জনের মধ্যে ৪১ জন পাশ, পাশের হার ৯৭.৯১, এ প্লাস ৪টি, নবগ্রাম হাজী মোঃ ছাইম উচ্চ বিদ্যালয়ে ৯৮ জনের মধ্যে ৮৭ জন পাশ, পাশের হার ৮৮.৭৮, ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় ৬৮ জনের মধ্যে ৬১ জন পাশ। পাশের হার ৮৯.৭০। এদিকে এসএসসি কারিগড়ি পরীক্ষায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২১ জন অংশ গ্রহন করে ২০ জন পাশ করেন। পাশের হার ৯৫.২৪, এ প্লাস ৮টি

 

দাখিল পরীক্ষায় ১১ টি মাদরাসার মধ্যে সেরা ফলাফল অর্জন করে মাদার বাজার এফ ইউ সিনিয়র মাদরাসা, ৬৫ জনের মধ্যে ৬২ জন পাশ করে, পাশের হার ৯৫.৩৮, এ প্লাস ১টি। উপজেলার মধ্যে দ্বিতীয় হয়েছে, আলহাজ্ব মিনা বেগম নুরাসীয়া মহিলা দাখিল মাদরাসায় ৩৮ জনের মধ্যে ৩৪ জন পাশ করে, পাশের হার ৮৯.৪৭, অন্যান্য মাদরাসার ফলাফল হচ্ছে, হযরত শাহজালাল র. ফাযিল মাদরাসায় ৬৯ জনের মধ্যে ৫৮ জন পাশ করে,

 

পাশের হার ৮৪.০৫, শেখ ফযিলাতুন নেছা ফাযিল মাদরাসায় ৫৫ জন অংশ গ্রহন করে ৪১ জন পাশ করেন, পাশের হার ৭৪.৫৪, চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ৮৫ জনের মধ্যে ৭০ জন পাশ করেন, পাশের হার ৮২.৩৫, আহমদিয়া দাখিল মাদরাসায় ৪৪ জনের মধ্য ৩৩ জন পাশ, পাশের হার ৭৫, এ প্লাস ১টি। কুরুয়া আলিম মাদরাসায় ২৪ জনের মধ্যে ১৭ জন পাশ, পাশের হার ৭০.৮৩, চকবাজার ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪২ জনের মধ্যে ৩৩ জন পাশ, পাশের হার ৭৮.৫৭, থানকগাও মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় ৬৬ জনের মধ্যে ৫৯ জন পাশ, পাশের হার ৮৯.৪৭, পাঁচপাড়া মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় ৫১ জনের মধ্যে ৩৪ জন পাশ, পাশের হার ৬৬.৬৬, খাদিমপুর কাঠাল খাইড় হাফিজিয়া দাখিল মাদরাসায় ৪১ জনের মধ্যে ২৭ জন পাশ, পাশের হার ৬৫.৮৭।

আরও পড়ুন:  বোনকে সঙ্গে নিয়ে দুই ওলির মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা
ক্যাম্পাস ডেস্ক


শেয়ার করুন/Share it
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০