সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুবার্ষিকীতে জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২২, ০৭:৫৭ অপরাহ্ণ
সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুবার্ষিকীতে জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

সিলেট জেলা প্রেসক্লাবের টানা দুই বারের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্বের প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক আজিজ আহমদ সেলিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের উদ্যোগে হজরত শাহজালাল (র.) মাজার গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ক্লাব নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে ফাতেহা পাঠ ও প্রয়াতের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ, সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসিন, মীর্জা সোহেল আহমদ, কার্যনির্বাহী সদস্য (প্রচার ও প্রকাশনা সম্পাদক অতিরিক্ত দায়িত্বে) মিঠু দাস জয়, সদস্য পল্লব ভট্টাচার্য্য প্রমুখ।

 


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০