আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৩৫

শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২২, ০৪:৫৭ অপরাহ্ণ
শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলংকা। ভারতীয় বোলারদের তোপে ২৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা।

 

দশ নম্বর ব্যাটার ইনোকা রানাভিরার অপরাজিত ১৮ রানে ভর করে ৯ উইকেটে মাত্র ৬৫ রান তুলতে সক্ষম হয় লঙ্কান ব্যাটাররা।

 

আর ২ উইকেট হারিয়ে ৬৯ বল বাকি রেখেই ৬৬ রানের মামুলি লক্ষ্য পার করে দিয়েছে ভারতের মেয়েরা। ফলে এবারের মেয়েদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয় হারমানপ্রীত করের দল।

 

৬৬ রানের লক্ষ্য তাড়ায় ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন স্মৃতি মান্ধানা। শেফালি ভর্মার সঙ্গে উদ্বোধনী জুটিতে মাত্র ৩ ওভারে ২৫ রান তুলেন স্মৃতি। ৪র্থ ওভারের ৪র্থ বলে শেফালিকে ফেরান রানাউইরা। ৮ বলে ৫ রানে ফেরেন শেফালি। পরের ওভারেই ওয়ানডাউনে নামা জেমিইমা রদ্রিগেজকে ফেরান দিলহারি। দুই রানের বেশি করতে পারেননি জেমিইমা।

 

এ সময় জয়ের জন্য ভারতের দরকার ছিল ৯৯ বলে ৩১ রান। যা অধিনায়ক হারমানপ্রীতের সঙ্গে সহজের তুলে নেন স্মৃতি। নবম ওভারের তৃতীয় বলে রানাসিঙ্গেকে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্মৃতি। ১৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হারমানপ্রীত।

 

এর আগে ব্যাট হাতে নেমে পাঁচবারের ফাইনালিস্ট ভারতের বোলিং তোপে শুরু থেকেই দাঁড়াতে পারেননি শ্রীলংকা। ৯ রানে ৪ আর ৩২ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে চামারি আতাপাত্তুর দল।

 

লঙ্কান ব্যাটারদের মধ্যে দুই অংক ছুঁতে পেরেছেন কেবল ওসাদি রানাসিংহে আর ইনোকা রানাভিরা। ২০ বল খেলে ১৩ রান করে আউট হন রানাসিঙ্গে। আর শেষদিকে দশ নম্বর ব্যাটার ইনোকা ২২ বলে অপরাজিত ১৮ করে আরও বড় লজ্জা থেকে বাঁচান দলকে।

আরও পড়ুন:  বিশ্ব মা দিবস আজ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১