আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৬:০০

লালাখাল ইয়াং স্টার ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২২’র উদ্বোধন

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২২, ০৮:৫১ অপরাহ্ণ
লালাখাল ইয়াং স্টার ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২২’র উদ্বোধন

জৈন্তাপুর ( সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলার লালাখাল ইয়াং স্টার ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২২’র উদ্বোধন করা হয়েছে।

গতকাল ১৪ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় চারিকাটা ইউনিয়নের লালাখাল ফুটবল মাঠে এই টুর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বোচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আলতাফ হোসেন বিলাল।
খেলার উদ্বোধক ছিলেন চারিকাটা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ইমরান আহমদ দুলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন,জৈন্তাপুর প্রেসক্লাব সহ-সভাপতি ইউপি সদস্য সেলিম আহমদ, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য ও অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ও চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দিন ,আব্দুন নূর, জামাল আহমদ,আজির উদ্দিন, নিজপাট ইউপি’র ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক ইউপি সদস্য জমশেদ আলী ও রাহেল আহমদ, সমাজসেবী মিজানুর রহমান,শিক্ষক কবির আহমদ, যুবনেতা আব্দুর রকিব, ফয়সল আহমদ ও জুবায়ের আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন খেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফয়সল।
উদ্বোধনী খেলায় লালাখাল চা-বাগান স্প্রাটিং ক্লাব (৬-২) গোলে মুলাগুল এফসি ক্লাব-কে হারিয়ে শুভ সুচনা করে।

আরও পড়ুন:  সিলেটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১