আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৬:০৯

জমির আইল থেকে তরুণীর লাশ উদ্ধার

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২২, ০২:০৬ অপরাহ্ণ
জমির আইল থেকে তরুণীর লাশ উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেতের আইল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ডলি বেগম (২২) মহিলা উপজেলার চিকনাগুল ইউপির পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের মৃত আব্দুল রহমানের মেয়ে ও আহমদ আল শরিফের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে আইলের মধ্যে ডলির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান চিকনাগুল ইউপির সদস্য অহিদুর রহমান।

স্থানীয়রা জানান, ডলি বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। ধারনা করা হচ্ছে, ফজরের পর কোন এক সময়ে বাড়ির লোকজনের অঘোচরে ঘর থেকে বের হন ডলি। পরে জমির আইলে তার মৃত্যু হয়।

এদিকে, খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুতপূর্বক নিহতে লাশ উদ্ধার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন:  সিলেট থেকে ইজতেমার মাঠে সংঘর্ষে জড়িতদের তালিকা চাইলেন জেলা প্রশাসক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১