সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ স্প্রিং টাওয়ারের ‘ভাড়াটিয়াদের প্রতি অন্যায়ের প্রতিবাদে’ ভাড়াটিয়া স্বার্থ সংরক্ষণ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্প্রিং টাওয়ারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহমিনা আহাদ রোজীর পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হবিবুর রহমান।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আব্দুস সুবহান চৌধুরী, সাহাব উদ্দিন আহমেদ তাপাদার, অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী, ফাহিমা আহাদ কুমকুম, আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুস সালাম চৌধুরী, বাড়ী মালিক রফিক উদ্দিন, বশির আহমদ, রইস আলী, আজমল করিম, নাজমিন আক্তার চৌধুরী, মাসুম চৌধুরী, রোটারিয়ান ফয়সল আহমদ, এডভোকেট লোকমান আহমদ ও গোলাম কিবরিয়া প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগিরা দাবি জানিয়ে বলেন- স্প্রিং টাওয়ারের মালিকপক্ষ ভাড়াটিয়াদের সঙ্গে অবিরাম অনিয়ম, বৈষম্য ও দুর্নীতি করে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের সাত দফা দাবি হচ্ছে- মালিক ভাড়াটিয়া বৈষম্য দূরিকরণ, বর্ধিত সার্ভিস চার্জ বন্ধ করে মালিক ভাড়াটিয়ার সমান সার্ভিস চার্জ গ্রহণ, অস্বাভাবিক জেনারেটর চার্জ বন্ধ, গ্যাস লাইন পুনঃসংযোগ করা, বকেয়া বিল সহবিগত বৎসরের হিসাব উপস্থাপন, অবৈধ কমিটি বাতিল ও দুর্নীতিবাজ কর্মচারী ছাটাই এবং বৈদ্যুতিক মিটারসহ ভিন্ন নামে চাদা আদায় বন্ধ করা।
অনুষ্ঠানে বক্তারা বলেন- যদি মালিকপক্ষ এ সমস্যাগুলোর দ্রুত সমাধান না করেন তবে আগামীতে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও দুদক- এমনকি প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করতে বাধ্য হবো।