আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৩৬

আলিয়া মাঠে দুইদিন ব্যাপী আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমা সফলের আহবান পীর সাহেব বরুণার

সিলেটের বার্তা প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২২, ০৩:৪৭ অপরাহ্ণ
আলিয়া মাঠে দুইদিন ব্যাপী আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমা সফলের আহবান পীর সাহেব বরুণার

১৭, ১৮ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে হেফাজতে ইসলাম এর দুইদিন ব্যাপী ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে সিলেট জেলা আঞ্জুমানে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের কর্মী সম্মেলনে মোনাজাত করছেন আমীরে হেফাজত, ওলি ইবনে ওলি শায়খুল হাদীস আল্লামা রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম জেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন

আগামী ১৭, ১৮ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে আজিমুশশ্বান ইজতেমা।
দুইদিনব্যাপী এই ইজতেমা সফল করতে সিলেটবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় আমীর ওলি ইবনে ওলি শায়খুল হাদীস আল্লামা রশিদুর রহমান পীর সাহেব বরুণা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এ আহবান জানান।

সিলেট জেলা আঞ্জুমানে হেফাজতে ইসলামের সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল কাদির বাগরখালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নজমুদ্দিন কাসেমী, যুগ্ম সম্পাদক নূর আহমদ কাসেমী এবং মাওলানা আশিকুর রহমান এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে আমীরে আঞ্জুমান বলেন, সংখ্যায় মুসলমান বেশী থাকার পরও দ্বীনে ইসলাম আজ অসহায়। আমরা যে যে দল করি না কেন? নিজের ঈমান, ইসলামের হেফাজতের পাশাপাশি দ্বীনে ইসলামের হেফাজত তথা সংরক্ষণ করতে হবে। দেশের প্রতিটি ঘর যেনো হয় দ্বীনের দরসগাহ।

আল্লামা বরুণা আরও বলেন, সোনার বাংলা গড়তে হলে আগে প্রয়োজন সোনার মানুষ গড়া। সোনার মানুষ হতে হলে প্রয়োজন আসমানী শিক্ষার। আর আঞ্জুমানে হেফাজতে ইসলামের লক্ষ্য হল, সকল মুসলমান যেনো আল্লাহওয়ালা আর তাক্বওয়া ওয়ালা হয়ে যায়।

তিনি হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রা. এর মত শপথ নিয়ে দ্বীনে ইসলাম এর হেফাজতের জন্য নিজেকে প্রস্তত করার জন্য কর্মীদের প্রতি আহবান জানান।
কর্মী সম্মেলনের শুরুতে কুরআনে কারিম থেকে তেলাওয়াত করেন দেলওয়ার হোসেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস আল্লামা শফিকুল হক সুরইঘাটী, দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসার মুহতামিম শায়খ হেলাল আহমদ, শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী, আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নাইবে নাজিম মাওলানা সা’দ আমীন দেওবন্দী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগর শাখার আমীর মাওলানা সাইফুল্লাহ, মাওলানা রেজাউল করিম জালালী, জেলা শাখার সহসভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা মোতাহির আলী, জেলা শাখার সহসভাপতি মাওলানা আশরাফ আলী মিয়াজানী, মাওলানা আব্দুল আজীজ খান, মাওলানা ফয়যুল ইসলাম, মুফতি ফজলুর রহমান, মাওলানা আব্দুল মুছাব্বির, মুফতি আবুল হাসান, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আব্দুল হক কাসেমী, মাওলানা আলী আসগর, মুফতি মুতাহির আলী, শায়খ মর্তুজা আহমদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা বিলাল আহমদ।

আরও পড়ুন:  পাথর উত্তোলনকারীদের প্রতি সিলেটের এসপির কঠোর বার্তা

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরি, মহানগর শাখার সহ সভাপতি মাওলানা মুহিব্বুর রহমান মিটিপুরী, সহসভাপতি কারী আবদুল মতিন, সহসভাপতি মাওলানা জাহিদ উদ্দীন চৌধুরী, মাওলানা নাজিম উদ্দিন সুনামগঞ্জী, মাওলানা আহমদ সগীর, দারুল হুদার মুহতামিম মাওঃ মুজিবুর রহমান, মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাহবুব আহমদ, অর্থসম্পাদক আলহাজ্ব ইয়াহিয়া তানজিল, নির্বাহী সদস্য মাওলানা আবদুল হান্নান, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা শায়খ বেলাল আহমদ, হাফিজ জাকির হোসাইন, হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান সেলিম প্রমুখ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১