আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

রুজেল আহমেদ, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২২, ০৩:১০ অপরাহ্ণ
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

হবিগঞ্জের লাখাই উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের অস্ত্র জব্দ করা হয়।

বুধবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে লাখাই উপজেলার বামৈ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাইফুল, লাখাইয়ের মুর্শেদ ও মাধবপুর উপজেলার শাহজাহান।

পুলিশ জানায়, ওই তিনজন বুল্লা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করে গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া ও পরিদর্শক (তদন্ত) চম্পক ধামসহ ২০-২২ জন পুলিশ সদস্য সেখানে অভিযান পরিচালনা করেন।

এসময় রামদা, গ্রীল কাটার যন্ত্র, প্লাস ও ছুরি-চাকু এবং বিভিন্ন ধরণের অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ওসি নুনু মিয়া জানান, গ্রেফতার প্রত্যেকের নামে থানায় অন্তত পাঁচটি করে মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন:  আজমিরীগঞ্জে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১