স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতায় প্রজাপতি সাঁতারে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ এ্যামালগেমেটেড বীর চরণ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ রকিব মিয়া।
৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালিন সাঁতার প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী)-২০২২ এর গত ৮সেপ্টেম্বর সারাদেশের ন্যায় আজমিরীগঞ্জ উপজেলায়ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৮ সেপ্টেম্বর আজমিরীগঞ্জ উপজেলায় স্কুল, মাদ্রাসার ১০ প্রতিষ্ঠানের প্রতিযোগিকে পিছনে ফেলে মুক্ত ও প্রজাপতি সাঁতারে উপজেলা পর্যায়ে প্রথম এবং ১২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে হবিগঞ্জ শাহী ঈদগাহ পুকুরে অনুষ্ঠিত ৯টি উপজেলা থেকে আসা প্রতিযোগী-কে পিছনে ফেলে মুক্ত ও প্রজাপতি সাঁতারে প্রথম স্থান অধিকার করে সে।
১২ অক্টোবর সকাল ১০ টায় বিভাগীয় পর্যায়ে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় সুইমিংপুলে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন সাঁতার( ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা -২০২২ উপঅঞ্চল সিলেট অনুষ্ঠিত হয়।
৪টি জেলা থেকে আসা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা’র ৭জন প্রতিযোগিকে পিছনে ফেলে প্রজাপতি সাঁতারে ১ম স্থান অধিকার করে হবিগঞ্জের (আজমিরীগঞ্জ) শিক্ষার্থী মোঃ রকিব মিয়া।
পরে মুক্ত সাঁতার, প্রজাপতি সাঁতারে (ছোট বড় শিক্ষার্থী) বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মদ সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক জাহাঙ্গীর কবির আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সিলেট রেঞ্জের পরিচালক মোঃ আবু সাঈদ ও মোঃ আব্দুল ওয়াদুদ, প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য ১৮-ই অক্টোবর কুমিল্লায় বিভাগীয় চ্যাম্পিয়ন্সদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।