আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৫৯

গোলাপগঞ্জে ইয়াবা ও নাসির বিড়ি জব্ধ, আটক ৪

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২, ০২:৩১ অপরাহ্ণ
গোলাপগঞ্জে ইয়াবা ও নাসির বিড়ি জব্ধ, আটক ৪

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইযাবা ও বিপুল পরিমান অবৈধ নাসির বিড়ি উদ্ধার করেছে। এসময় ২ মাদক বিক্রেতা, অবৈধ নাসির বিড়িসহ ১ জন এবং ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) ভোরে পৃথক অভিযানে অবৈধ পণ্য জব্দ ও তাদের গ্রফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪ টারদিকে থানার এসআই লুতফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করে। আটককৃতরা হলো, লক্ষনাবন্দ ইউনিয়নের উত্তরগাও গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৩৯) এবং ফুলসাইন্দ গোয়ালটিলা গ্রামের মৃত হাসিব আলীর ছেলে আবু সালেহ মামুন (২৮)।

এদিকে, ভোর পৌনে ৬চায় এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে থানা পুলিশের আরো এক দল ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকায় অভিযান চালিয়ে ৫ লক্ষ ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ সাহাব উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে।

এসময় বিড়ি পরিবহন কাজে ব্যবহত একটি পিকআপ ভেন আটক করা হয়। আটককৃত সাহাব উদ্দিন উপজেলার চৌঘরি এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
অন্যদিকে, এসআই একলাছ মিয়ার নেতৃত্বে এক অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামি শিপার আহমদ চৌধুরীকে গ্রফতার করেছে পুলিশ। সে রনকেলী উত্তর গ্রামের মুসলেহ আহমদ চৌধুরীর ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম মাদক ও অবৈধ নাসির বিড়ি উদ্ধার এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:  কোম্পানীগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১