সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বদরুল আলম বদিল (৩৫) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের শাহ আরেফিন টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বদিল ওই ইউনিয়নের চিকাডহর গ্রামের মৃত ওয়াতির আলীর পুত্র।
জানা যায়, মঙ্গলবার ভোর রাতে পার্শ্ববর্তী মতিয়া টিলা এলাকায় মাছ ধরতে যান বদরুল আলম। সকাল সাড়ে ৮টায় বাড়ি ফেরার পথে শাহ আরেফিন টিলা এলাকায় বজ্রপাতের কবলে পড়েন তিনি। তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, বজ্রপাতে নিহত এই ব্যক্তির পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা প্রদান করা হবে।