আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৫৬

বৃষ্টিতে সেমিফাইনাল স্বপ্ন ভঙ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২২, ০২:০৭ অপরাহ্ণ
বৃষ্টিতে সেমিফাইনাল স্বপ্ন ভঙ বাংলাদেশের

ফাইল ফটো

জিততেই হবে; সেমিফাইনাল খেলতে নেই কোনো বিকল্প। নারী এশিয়া কাপে বাংলাদেশের সামনে এমনই সমীকরণ। এই কঠিন সমীকরণে আরব আমিরাতের বিপক্ষে জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ দলের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

সিলেটে কাল রাতে থেকে বৃষ্টি হচ্ছে মুষলধারে। আজ সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টসই হয়নি। টস হওয়ার কথা ছিল সকাল সাড়ে আটটায়। বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।

বৃষ্টি কখন থামবে, সেই অপেক্ষায় আছে দুই দল।

কিন্তু পরিস্থিতি বলছে, বৃষ্টি সহসাই থামছে না। আর বৃষ্টি যদি না থামে, ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাবে।

এশিয়া কাপে সালমা খাতুনরা থাইল্যান্ডের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে। থাইল্যান্ডের পয়েন্ট ৬, তারা চারে। পাঁচে থাকা বাংলাদেশের পয়েন্ট ৪। আজকের ম্যাচটি জিতে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন নিগার সুলতানাদের। কিন্তু আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি না হলে, পয়েন্ট ভাগাভাগি হলে এগিয়ে থেকেই সেমিতে যাবে থাই মেয়েরা।

আরও পড়ুন:  জৈন্তাপুরে ট্রাক চাপায় কলেজছাত্র নিহত, আহত ২

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১