আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:২৬

নতুন ইতিহাস রচনা করে সেমি ফাইনালে থাইল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২২, ০১:৫১ অপরাহ্ণ
নতুন ইতিহাস রচনা করে সেমি ফাইনালে থাইল্যান্ড

সিলেট চলমান নারীদের এশিয়া কাপে নতুন ইতিহাস গড়লো থাইল্যান্ড জাতীয় নারী দল। আসরের সেমি ফাইনালে উঠেছে দলটি। এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম শেষ চারের টিকিট পেয়েছে থাই মেয়েরা।

আসরে ৬ ম্যাচ খেলে ৩ জয় ও ৩ হারে থাইল্যান্ডের পয়েন্ট ছিল ৬। তবে এরপরও সেমির ভাগ্য তাদের হাতে ছিল না। বাংলাদেশের সামনে সুযোগ ছিল সেমি ফাইনালে উঠার। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার কথা ছিল স্বাগতিকদের।

এই ম্যাচ জিতলেই থাইল্যান্ডের সমান ৬ পয়েন্ট থাকতে হতো বাংলাদেশের। তবে রান রেটে এগিয়ে থাকতো নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু দুঃসংবাদ হলো, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেই ম্যাচটি হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ।

পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ৬ ম্যাচ খেলে ২ জয়, ৩ হার ও ১ পরিত্যক্ত ম্যাচের হিসেবে ৫ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে। অপরদিকে থাইল্যান্ডের পয়েন্ট। আর তাই স্বাভাবিকভাবেই ছিটকে গেছে বাংলাদেশ, সেমি ফাইনালে পৌঁছে গেছে থাই মেয়েরা।

২০১২ সালে অভিষেক আসরের পর থেকে এখন পর্যন্ত নারীদের এশিয়া কাপে চতুর্থ আসর খেলার সুযোগ পেয়েছে। এর মধ্যে এবারই প্রথমবারের মতো সেমি ফাইনালে পা রেখেছে দলটি। যা কিনা দেশটির নারী ক্রিকেটের জন্য ঐতিহাসিক দিন। এর আগে লিগ পর্বে পাকিস্তানকে হারিয়ে বড় চমক দিয়েছিল দলটি। নিশ্চিতভাবেই নিজেদের যোগ্য দল প্রমাণ করেই শেষ চারে উঠেছে থাই মেয়েরা।

আরও পড়ুন:  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১