সত্যের সন্ধানে অবিচল এই স্লোগানকে পাথেয় করে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল সিলেট দিগন্ত ডট কম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সিলেট দিগন্ত ডট কম এর সম্পাদক ও প্রকাশক এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক মকসুদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মানব চাহিদা পত্রিকার সম্পাদক মো. ফজলুল হক নোমান ও দৈনিক নবচেতনা পত্রিকার সিলেট প্রতিনিধি এম এ ওয়াহিদ চৌধুরী। আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সিলেট দিগন্ত ডট কম এর সদস্য শেখ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট দিগন্ত ডট কম এর নির্বাহী সম্পাদক মো. মতিউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্তা সম্পাদক মো. ইয়াছিন আলী, অফিস সম্পাদক বকুল হোসেন, বিজ্ঞাপন সম্পাদক নুরুল ইসলাম রুপন, উপ-সম্পাদক মুরাদুজ্জামান চৌধুরী, সহ-সম্পাদক জাহাঙ্গীর খান রাজু, মোশারফ হোসেন মিশু, সদস্য শেখ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।