আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৬:০০

শরীর ও মনন গঠনে খেলাধুলা অপরিহার্য বিষয়: ফয়ছল মাহমুদ

প্রেসরিলিজ
প্রকাশিত অক্টোবর ১১, ২০২২, ০১:৩৬ অপরাহ্ণ
শরীর ও মনন গঠনে খেলাধুলা অপরিহার্য বিষয়: ফয়ছল মাহমুদ

পুলিশের অতিরিক্ত ডিআইজি ফয়ছল মাহমুদ বলেছেন, শরীর ও মনন গঠনে খেলাধুলা অপরিহার্য বিষয়। খেলাধুলা করলে মিলেমিশে কাজ করার মানসিকতা বাড়িয়ে তোলে। মোটা হওয়া থেকে রক্ষা করে। শুধু তা-ই নয়, ডায়াবেটিসের ঝুঁকিও কমে আসে। খেলাধুলা যেমন এক ধরনের বিনোদন, তেমনি মন ভালো রাখার আরেকটি ভালো উপায়। ফলে খেলাধুলার প্রতি মনোযোগ বাড়াতে হবে।

তিনি সোমবার (১০ অক্টোবর) রাতে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর মাসব্যাপী বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট এর সভাপতিত্বে ও পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অপর উদ্বোধক বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারা ভাষ্যকার আতাহার আলী খান সিলেট স্টেশন ক্লাবের এ আয়োজনকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, পরিচালনা পরিষদের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী ডালিম, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মোমিন আহমদ, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।
এছাড়াও ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সামুন মাহমুদ খান, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম, জামাল ইয়াকুব, আবু বক্কর হিরণ, এ কে এম মামুনুর রশিদ, আব্দুল আহাদ, জাহিদ খান সায়েক, সুপর্ণ দে, মকসুদ আহমদ লিমু, ফেরদৌস চৌধুরী রুহেল, এ জেড এম আব্দুল্লাহ, দেলওয়ার জাহান চৌধুরী, সিদ্দিকী জামাল উদ্দিন আল বেরুনী, সাহিদ হোসেন, ইজদানী মাহমুদ খান, আব্দুল গফফার খান নিফাত সহ অন্যান্য ক্লাব সদস্যবৃন্দ।

নূরুদ্দীন আহমদ এডভোকেট ও সামুন মাহমুদ খানের মধ্যকার স্নোকার খেলার মধ্য দিয়ে উদ্বোধনী খেলা শুরু হয়। এর আগে অনুষ্ঠানের উদ্বোধক পুলিশের অতিরিক্ত ডিআইজি ফয়ছল মাহমুদ ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারা ভাষ্যকার আতাহার আলী খান ফিতা কেটে মাসব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট। বিজ্ঞপ্তি

আরও পড়ুন:  সিলেটে পানিবন্দি মানুষকে উদ্ধার করছে সেনাবাহিনী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১