আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:২৮

সীমান্তের ঘটনা দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২২, ০৮:০৩ অপরাহ্ণ
সীমান্তের ঘটনা দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সীমান্তের ঘটনা আমাদের জন্য দুঃখজনক, আর ভারতের জন্য লজ্জাজনক।

সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রোববার (০৯ অক্টোবর) সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সীমান্তের ঘটনা আমাদের জন্য দুঃখজনক, আর ভারতের জন্য লজ্জাজনক।

একেবারে হাইয়েস্ট লেভেল থেকে সিদ্ধান্ত হয়েছে, সীমান্তে কোনো লাশ যেন না পড়ে। তারপরেও ভারতের মতো একটি শক্তিশালী দেশ তাদের যদি কন্ট্রোলে না রাখতে পারে তাহলে তাদের জন্য লজ্জাজনক।

প্রসঙ্গত, রোববার সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশি ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

আরও পড়ুন:  পঞ্চম মেয়াদে শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১