আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, ভোর ৫:০৮

ওসমানীনগরে মনোনয়ন বাতিল ৫ প্রার্থীর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২২, ০৭:৫৭ অপরাহ্ণ
ওসমানীনগরে মনোনয়ন বাতিল ৫ প্রার্থীর

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, ১জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন রিটার্নিং অফিসার মো. মুরাদ উদ্দিন হাওলাদার।

 

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে মনোনয়ন পত্র বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়। তবে, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ থেকে ১৩ অক্টোবর আপিলের জন্য আবেদন করতে পারবেন।

 

জানা গেছে, ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে মোট ১৬ জন প্রার্থী মনোনয় জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ৬ অক্টোবর শেষ দিন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেন। ১০ অক্টোবর(সোমবার) মনোনয়ন পত্র বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষনা করা হয়।

 

তাদের মধ্যে, ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েল মিয়া, খন্দকার মাসুম আহমদ, মাওলানা আবদুল বাছিত, মখলিছ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা লীগের সভাপতি মহিমা সুলতানা সুমির মনোনয়ন বাতিল বলে ঘোষনা করা হয়। বাকি ১১জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষনা করা হয়।

 

উপজেলা নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল এসব তথ্য নিশ্চিত করেছে।

 

গত ৬ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী মনোনয়ন দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা বিএনপি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বিএনপি নেতা জুয়েল মিয়া, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন, আঞ্জুমানে আল ইসলাহ নেতা মাওলানা আবদুল বাছিত, আলী হোসেন রানা, মখলিছ মিয়া, খন্দকার মাসুম আহমদ মনোনয়ন পত্র জমা দেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, বর্তমান ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী, এবং জানাহার বেগম ও ছানারা বেগম মনোনয়ন দাখিল করেছেন।

আরও পড়ুন:  জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী খসরু'র মতবিনিময় সভা

 

প্রসংগত: নির্বাচন কমিশন ঘোষিত ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১