আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:২১

উপজেলা পরিষদ নির্বাচন: জগন্নাথপুর মনোনয়ন বৈধ ১৩ প্রার্থীর

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ১০, ২০২২, ০৭:৪৩ অপরাহ্ণ
উপজেলা পরিষদ নির্বাচন: জগন্নাথপুর মনোনয়ন বৈধ ১৩ প্রার্থীর

আগামী ২ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

 

এর মধ্যে ১০ অক্টোবর সোমবার যাচাই-বাছাইকালে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া।

 

এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

 

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস চৌধুরী লিটন।

 

ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তুহেল মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন ও সাবেক ছাত্রদল নেতা আবদুল মতিন লাকি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, রিনা বেগম ও সেলিনা বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন:  সিলেটে একই পরিবারের ৪জনসহ ২৮ জনের করোনা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১