সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন থেকে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। ৬ ভাই ১ বোনের মধ্যে তিনি ভাইদের মধ্যে ছিলেন পঞ্চম। শুধু বেঁচে আছেন একমাত্র ভাই রেদওয়ানুল করিম চৌধুরী। তিনি ভাই বোনদের মধ্যে সবার ছোট।
উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা সুফিয়ানুল করিম চৌধুরী ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।
মরহুমের নামাজে জানাযা সোমবার রাত সাড়ে ৮টায় হাঠুভাঙ্গা ফুটবল খেলার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানা যায়, সুফিয়ানুল করিম চৌধুরী মাইজগাঁও ইউনিয়নের এবং চেয়ারম্যান থাকার পাশাপাশি স্থানীয় সালিসি ব্যক্তিত্বও ছিলেন তিনি।
১৯৯২ খ্রিস্টাব্দের ৩ মার্চ মাত্র ২৮ বয়সে তিনি প্রথমবারের মতো মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহন করেন। পরবর্তীতে ২০১৮ খ্রিস্টাব্দের ২০ মে দ্বিতীয়বারের মতো একই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহন করেন তিনি।
চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর মৃত্যুর খবর জানাজানি হলে এক শোকের ছায়া নেমে আসে ফেঞ্চুগঞ্জে। ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপস্থিত প্রাক্তন ও বর্তমান জনপ্রতিনিধিরা। যেন শোকের চাদরে ঢাকা পড়ে আছে চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর এই বাড়িটি।
এ দিকে চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।