সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) রাতে সংগঠনের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এদু’টি কমিটি অনুমোদন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে আব্দুল আহাদ খান জামালকে আহবায়ক, শাকিল মোর্শেদ সদস্য সচিব ও মিফতাউল কবিরকে রাখা হয়েছে সিনিয়র যুগ্ম আহবায়ক।
আর সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক করা হয়েছে মাহবুবুল হক চৌধুরীকে।এ কমিটির সদস্য সচিব আফসর খান ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল।
একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগর ও জেলা বগুড়া এবং কক্সবাজার জেলার আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
রাজশাহী মহানগর: আহবায়ক -মীর মো. তারিক খালিদ (মীর তারেক), সদস্য সচিব-আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম আহবায়ক – রাসেল বাবু।
রাজশাহী জেলা: আহবায়ক – মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব – শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহবায়ক- আরফিন কনক।
বগুড়া জেলা: আহবায়ক -রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব – আবু হাসান।
কক্সবাজার জেলা: আহবায়ক -এ্যাড. ইউনুস আলী, সদস্য সচিব – মোহাম্মদ সরওয়ার রোমন।