আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৬:০৬

ধর্মপাশায় জশনে জুলুসের মিছিল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২২, ০৮:৫৬ অপরাহ্ণ
ধর্মপাশায় জশনে জুলুসের মিছিল

সুনামগঞ্জের ধর্মপাশায় ঈদে মিলাদুন নবী সা. উদযাপন করা হয়েছে। হজরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) একটি বিশেষ মর্যাদার দিন। বাংলাদেশেও অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদর্যাপিত হয়েছে।

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের ব্যানারে রবিবার বেলা ২ টার দিকে ধর্মপাশা উপজেলা হল রুমে থেকে এক জশনে জুলুসের মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভা, মিলাদ ক্বীয়াম ও দোয়া মাহফিলে মিলিত হয়।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজান ধর্মপ্রাণ নবী প্রেমিকেরা অংশ গ্রহণ করেন।

আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাস্টারের সঞ্চালনায়,বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা সামছুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, হায়দার জাহান খান পাঠান, সহ সভাপতি শাজাহান কবীর, সাধারণ সম্পাদক ইয়ার খান রেজবি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রিফাত নূরী আল মুজাদ্দেদী, প্রচার সম্পাদক খোকন ফকির, সাংবাদিক মোবারক হোসাইন, সাংবাদিক রাজু ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন:  মাধবপুরে ১২০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১